বৃহস্পতিবার ২৩ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | লক্ষ্মীপুজোর সকালে গুলির আওয়াজ, রাস্তায় পড়ে রক্তাক্ত দেহ, খুন ব্যবসায়ী

দেবস্মিতা | ১৬ অক্টোবর ২০২৪ ১০ : ০৫Debosmita Mondal


আজকাল ওয়েবডেস্ক: লক্ষ্মীপুজোর সকালে বেরিয়েছিলেন হাঁটতে, বাজির শব্দে পিছন ফিরতেই দেখলেন রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন বন্ধু। মর্মান্তিক খুনের ঘটনা বহরমপুরের নাথপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যবসায়ীর নাম প্রদীপ দত্ত। বয়স ৫২ বছর। তাঁর বাড়ি গোয়ালজান নিয়াল্লিশপাড়া এলাকায়। 

 

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো বুধবার সকালেও কয়েকজন বন্ধুর সঙ্গে প্রাতঃভ্রমণ করতে বেরিয়েছিলেন প্রদীপ দত্ত। প্রদীপবাবু দ্রুত হাঁটতে শুরু করলে তাঁর বন্ধুরা কিছুটা পিছিয়ে পড়েন। তিনি যখন নাথপাড়া এলাকার কাছাকাছি ছিলেন সেই সময়ে দু'জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী একটি মোটরসাইকেলে করে এসে খুব কাছ থেকে তাঁকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রদীপবাবুকে স্থানীয় গীতারাম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য দেহটি ইতিমধ্যে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

 

 

মৃত ব্যক্তির একটি হার্ডওয়ারের দোকান রয়েছে। এছাড়াও তিনি কনট্রাক্টরি ব্যবসা করতেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এলাকাবাসীরা জানিয়েছেন, বছর চারেক আগেও সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন প্রদীপবাবু। তিনি তৃণমূল কংগ্রেসের বহরমপুর (পশ্চিম) ব্লকের সহ-সভাপতি পদে ছিলেন। মুর্শিদাবাদ জেলা পরিষদের তৃণমূল সদস্য এবং ওই এলাকার বাসিন্দা রাজীব হোসেন বলেন, শারীরিক অসুস্থতার কারণে গত কয়েক বছর প্রদীপবাবু তৃণমূলের হয়ে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি মূলত নিজের ব্যবসার কাজ নিয়ে ব্যস্ত থাকতেন। তাই কী কারণে এই খুন তা নিয়ে ধোঁয়াশা রয়ে যাচ্ছে।

 

 

অন্যদিকে মন্টু দেবনাথ নামে ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, সকালে একসঙ্গে প্রাতঃভ্রমণ করতে বেরিয়েছিলেন তাঁরা।সেইসময় প্রদীপবাবু কিছুটা এগিয়ে যান। এর কিছুক্ষণ পর দু'জন ব্যক্তি হেলমেটে মুখ ঢেকে একটি বাইক করে এসে খুব কাছ থেকে তাঁকে গুলি করে চম্পট দেয়। প্রথমে ভেবেছিলেন কেউ বাজি ফাটাচ্ছে। পরে দেখতে পান প্রদীপবাবু রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছেন। 

 

 

 

বহরমপুর থানার এক আধিকারিক জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে তবে কেউ এখনও গ্রেপ্তার হয়নি। খুব শীঘ্রই দোষীদের ধরা হবে। 


#Berhampur murder#লক্ষ্মীপুজোর সকালে চলল গুলি#বহরমপুরে ব্যবসায়ী খুন



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

রুপোর পর ব্রোঞ্জ, উপহার হিসেবে কাজল শেখ পেলেন বিশ কেজির সিংহ মুকুট ...

জঙ্গলে ঢুকতে পর্যটকদের থেকে নেওয়া যাবে না বাড়তি ‘ফি’, অভিযোগ পেয়েই সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, ক্ষোভ পোস্টারের ভাষা ন...

সাধারণের সঙ্গে সমন্বয় সুদৃঢ় করতে গ্রামে গ্রামে 'ড্রপবক্স', অভিনব উদ্যোগ পোলবা থানার...

ভাড়া নিয়ে গন্ডগোল, মালদায় খুন টোটোচালক

'যেখানে সম্মান নেই, সেখানে থেকে কী লাভ?' বিজেপি ছাড়ার জল্পনা সত্যি করে মন্তব্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর...

আলিপুরদুয়ারে পৌঁছলেন মুখ্যমন্ত্রী, বুধ-বৃহস্পতিতে প্রশাসনিক বৈঠক থেকে সরকারি সুবিধা প্রদানের অনুষ্ঠান ...

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া দিতে জোর তৎপরতা, জমি নিয়ে প্রশাসনিক বৈঠক বিএসএফ ও স্থানীয় প্রশাসনের ...

কোচবিহারের চ্যাংরাবান্ধা স্থলবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়াল এলাকায় ...

পরপর মুণ্ডহীন মহিলার দেহ, পিছনে তন্ত্র সাধনা নাকি অন্যকিছু? সন্ধান চালাচ্ছে পুলিশ ...

সরকারি আধিকারিকের সই-সিল জাল করে মাদ্রাসায় শিক্ষক নিয়োগে প্রতারণার অভিযোগ, দায়ের এফআইআর...

বাড়ি ফিরছেন খো খো বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য সুমন, আনন্দ যেন থমকে শুধু চুঁচুড়াতেই...

রেলের পরিত্যক্ত গুদামে অগ্নিকাণ্ড, ছড়াল চাঞ্চল্য ...

অভাব সক্রিয় সদস্যের, কোচবিহারে বুথ কমিটি গড়তে সমস্যায় বিজেপি ...

পেনশন না পেয়ে অবস্থান বিক্ষোভ পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের...

১২ দিন নিখোঁজ থাকার পর নাবালিকার দেহ উদ্ধারে তুমুল চাঞ্চল্য বাসন্তীতে ...



সোশ্যাল মিডিয়া



10 24